মাধবপুরে অবৈধ গালা কারখানা ও নোংরা পরিবেশে বেকারিতে খাদ্য সামগ্রী উৎপাদন শীর্ষক সংবাদের প্রেক্ষিতে মাধবপুরের উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সান ভ্রাম্যমচণ আদালত পরিচলনা করেছেন। গালা কারখানার মালিক প্রয়োজনীয় অনুমোদনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছেন জানালে ইউএনও আবেদনের কপি তাকে দেখাতে বললে তাৎক্ষণিকভাবে সেসব দেখাতে পারেননি তিনি।.
সেসব কাগজপত্র দেখিয়ে কারখানা চালু করতে এবং সেই পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে নির্দেশ দেন ইউএনও মনজুর আহ্সান। এ.কে বেকারিতে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বেকারির অভ্যন্তরভাগ পরিস্কার পরিচ্ছন্ন দেখতে পান।.
পরে ৪ টি হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও। এসময় গ্রামবাংলা হোটেলকে ৪ হাজার ৫শত ,কস্তুরী হোটেলকে ৪ হাজার ৫ শ, ইস্টিকুটুম হোটেলকে ২হাজার ৫শ ও আলআমীন হোটেলকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। ইউএনও মনজুর আহ্সান জানান,জনস্বার্থ রক্ষায় প্রশাসন সজাগ রয়েছে।. .
ডে-নাইট-নিউজ / Uzzal Ahmed Habiganj
আপনার মতামত লিখুন: